কত রক্তের দাগ
কত আঘাতের চিহ্ন
তবু
কোন উত্তর নেই
আরোগ্য নিকেতনে...

আছে শুধু নদীর মত বয়ে চলা :
দুচোখের অশ্রু আর দীর্ঘশ্বাস -

দেখো,
আজ অন্ধকার গেঁড়ে বসেছে ঢের বেশি!
যদি পারো
কোন মোমবাতি নয়,
জাগাও ন্যুব্জ হওয়া বিবেকের শির ।