যে কথাগুলো আজ
ভাসালে হাওয়ার নদীতে
বোকা বোকা শোনালেও
যা আদৌও বোকার মত নয়

সোনার খাদের মতো মিশে আছে  
সেখানে এক আশ্চর্য মায়াবী ধূর্ততা!

যে কথাগুলো আজ
ভাসাওনি কৌশলে হাওয়ার নদীতে
সেটা শুনেছি, অশ্রু ভেজা
লক্ষ কোটি বালিশের কাছে :
চপ ঘুগনি বেচে কেউ কোটিপতি হয় না...