হৃদয় আকাশের স্বপ্নচারিতা হয়ে....
স্তব্ধতা ছড়ালে তুমি মম চিত্ত পরি হারে,
স্নিগ্ধতার প্রাঞ্জল তুমি পুঞ্জলিকা তরে,
চিরন্তন শুধুই অবহেলা দিলে মোরে।
নয়ন উঠিয়া দেখো, প্রত্যয়ে দৃষ্টি মিলে..
তোমাতেই সমর্পিত হয়ে আছি স্ববিনয়ে।
আরাধনা তুমি, রবে প্রেমের প্রণয়-পূজা,
তম বিনা হৃদয় ,যেনো ব্যর্থ প্রলাপ প্রলয়া।
সহিষ্ণুতায় সজ্জিত ,  প্রেম-পুষ্প  নিয়ে,
দাঁড়িয়ে আমি ,তোমার দুয়ারও প্রাঙ্গণে ।
ফিরিয়ে দিও-না মোরে বৃন্ত হতে ছিঁড়ে !
তম পবিত্র প্রেম স্পর্শে, ফুঁটে পুষ্পকলি..
সুরভি বসন্তের সৌরভিত প্রেরণা  তুমি ।
অনন্ত  মাধুরী মিশে  তোমার কেশ কুন্তলে ..
মাধুর্যতার স্বরলিপি গাঁথা ,তম নেত্র লোচনে
দিগন্তে অঙ্গন সাজে,  শাশ্বত নিবিড় প্রেমে ..
   তোমাকেই প্রিয় ,  ভালবাসি বারে বারে