পড়ন্ত বিকেলের রোদ....
তুলেছে আলোক জোয়ার।।
সীমাহীন নীল আকাশ ছুঁয়ে ...
বেদনার বিশ্লেষণ খুলেছে হৃদয় দুয়ার ।।
তোমার অপরূপ সৌন্দর্য এর স্পষ্ট ছবি !
মনের ভাবনায় অঙ্কিত খানি।।
অনন্ত সময়ের ফাঁকে উন্মুক্ত বসে,
তোমাকে আবিষ্কারের হাতছানি।।
স্মৃতি গুলো সব .. দিনের শেষে -
ক্রমশ মলিন সময়ের স্রোতে ।।
বিশ্বাসের কিছু অন্তিম কিরণ ....
বিচলিত প্রকৃতির দীর্ঘশ্বাসে ।।
নিরাশার খোঁজে স্বপ্নেরা ডানা মেলেছে..
দেখ ঐ সীমাহীন আকাশ নীলে ।।
নিবেদিতা, একরাশ ভালোলাগা.....
অবিরত চলমান... কেবলই ব্যার্থতা মাঝে।।
অস্তগামী ভালোবাসার আলপিন আলাপ..
এইভাবে রয়ে যাবে একবিকেলের শেষে ...
নামহীন প্রেমিকের অসম্প্ত এক গল্পে।।।।
(**এক প্রেমিকের গল্পঃ***)