যুদ্ধ শুরু যুদ্ধ শুরু, শিরায় শিরায় আপন-পর,
মৌনতার আদ্যাক্ষরে, প্রতিবাদের মরনোত্তর।
ভিন্ন মেরু শীতল স্রোতে, পরিমাপের একটা দিক,
কথায় জমে অভিমানের, ভঙ্গিমাতে আঞ্চলিক।
চাঁপা ফুলের গন্ধ মাখা, শরীর ঘিরে অমীমাংসা,
চোখের যুগল স্পর্শকাতর, আদিমতার বাসা।
অহেতুক কোন ঘুমের ঘোরে, দ্বন্দ্ধ চলে অগোচরে,
অধর্মের অসুখ খুঁজে, বিচিত্র সব গল্প করে।।