যে চোখেতে ,থমকে গেছে অনেক কিছু,
শরীর ছোঁয়া, আলতো 'ভাবে, স্বভাবগুলো,
মানতে হবে, সব কিছুই ধোঁয়াশায় কালো -
বিধর্মীদের ইঙ্গিতে হোক , সব এলোমেলো।
রাতের পর রাত, হত্যাপুরী খুব গিলছে,
বিষন্নতার ওষুধ দিতে, ঘুম পাড়ানো-
বন্ধা মুখে, শিল্প জাত , মুষড়ে পড়ে,
ব্যর্থ প্রেমের , কবিতাগুলোর ছন্দ জানো?
দুদিক খোলা , চুলের ফাঁকে, গোলাপ ফুলে,
সন্ধ্যা জুড়ে রজনীগন্ধায় মুহূর্ত গুনি,
সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, শপথ সুখে-
বন্দিদশায় আটক করে, চোখের মণি।।