যে ছোঁয়ায় আগুন অতীত, মুখেই স্তব্ধতা
হারিয়ে গেছে আটলান্টিক, অনুসন্ধানে গভীরতা।
ভিন্ন মেরু, সময় স্রোতে, পালিয়ে গিয়ে একা,
অন্ধকারে টিপের আকার , মুখবন্ধে বাঁকা।
উত্তরীয় গা জড়িয়ে , নোনা জলে শব্দ কোষ,
ভুক্তভোগী অদ্ভূতেরা , সুর তুলেছে অনেক দোষ।
বাহ্যিকতা অন্তরালে, চমকপ্রদ আড়াল হোক,
সুখের মাঝে আবেদনে , আত্মস্বার্থে পূর্ণ শোক।
ভুল ভাঙনে, বিলীন হয়ে, থাকবো মোরা অগোচরে,
এই পৃথিবীর পাতায় লেখা, মহাকাব্য নতুন করে।।