কিছু ইচ্ছেরা পাশে বসে , মর্মান্তিক শোকের দিনে,
ব্যর্থ তবু , জীবাত্মা হয়ে , মুষড়ে পথের ঋণে।
নতুন স্রোতে মুখ ফিরিয়ে , মৌলিকত্বে আঁখি
শহরতলির বিচ্ছিন্নতায় , ব্যর্থ একটা পাখি।
মোকাবিলায় অবাধ দ্যুতি, পাষান হৃদয় আস্ফলক,
ঠোঁটের ফাঁকে অমনিবাসে , ব্যর্থতার নাম নাবালক।
চয়ন যুগল হারিয়ে যাবে , নিম্নবিত্তের মুখে,
সোহাগ তখন থামায় এসে , ভাঙন যাবে রুখে।
আবার আমি , আবার তুমি চলবো মোরা পথে
হাজার তারা দেখবে সেদিন , মিলন হবে রথে।
শিশির বিন্দু , জোড়ায় ফলক, মেঘদূত ইমারত,
আর্বিভাবের আর্জি নিয়ে , মিলবে সবার মত।।