ভেদাভেদ হেসেখেলে চলছে তো চলছেই,
তবুও নারী ,দিবসের রঙরুটে
উদযাপনে হারিয়ে গেল।
সনাতন এই ভাবনায়,
বিশ্বাসী একদল
তারা ভাবে-
নারী মানে ব্রতকথা, বাড়ির ব্যাকস্পেসে
কেবল অভিযোগ সমালোচনা ঘর সামলানোর
এক প্রতিমূর্তি।
ওরা এগোলেও কথা, ওরা পিছিয়ে গেলেও কথা,
প্রতিবাদের রাতগুলো, দগদগে ঘায়ে
উঠে আসা হাজারো ওয়েব সিরিজ।
কিছু ব্যক্তিগত দুঃখে মোমবাতি জ্বেলে
আত্মহননের নামে সহ্য করাটা,
মানিয়ে নেওয়ার একটা স্ট্যাটাস মাত্র।
তবুও বলবো মূর্খদের অমানবিক খুনসুটি,
তোমাকে এগিয়ে দেবে একশো হাজার এক লক্ষ পা-
সমাজের কালঘুম ছেড়ে তুমি উঠে এসো
হাজার হাজার নাইটিঙ্গেল হয়ে।।