উপজাতীয় স্রোতে, মহীরুহ গাছও
সনৎ এ লেখে, কেমন আছো.?
দূরবীন চোখে আলপিন রাখা
খুঁজে না পাওয়া সবুজ শাখা।
ভূষণে শুধু এলোপাথাড়ি গুলি
রংমশালের আগুনে উড়ন্ত বুলি।
সে মায়া হলদে সিগন্যালে;
আফিমের নেশায় দম্ভ গলে।
চারিদিক জুড়ে মরসুমী আভাস,
তুলনা জুড়ে মূহুর্তের শ্বাস-
শিহরণ জাগায় অন্তিমের সারি,
নৈতিক প্রেমে,একাই মরি!