যেটুকু আমায় শান্তি দেয়,
সেটুকু ওখানে থিতিয়ে পড়ে,
স্মৃতির অপেরা গজিয়ে ওঠে,
আগাছা জমেছে শরীর জুড়ে
ভগ্নতা ছোঁয়া ত্রিকোনমিতি,
ভিন্ন মাত্রায় ব্যবহার করি,
তৃপ্ত নয়নে মাধুকরী জুড়ে,
আনন্দ মিছিলে তোমাকে গড়ি।
সহজ নয় তো ছায়াময় গাছে,
পরিপন্থী হয়ে বেঁচে থাকা,
উষ্ণ দিনে ক্লান্তি দিয়েছে,
সুযোগ্য তবু দশে একা।
বৈঠকি আলাপের সময়সূচিতে,
পরিবর্তনের নামে এলোপাথাড়ি গুলি
যুদ্ধ থেমেছে শতাব্দীর শেষে ,
নৈতিকতায় অবাধ বুলি।।