কিছু শোনার তাগিদ থাকা চাই,
কিছু দেখার দৃষ্টিভঙ্গীতে,নটরাজের নৃত্য দেখছি,
উন্মত্ত জনতার ঘুম কেড়ে ,
নটরাজ রোষের নৃত্য পরিবেশন করছে।
ক্রন্দনরত মায়ের হাহাকারে, ঘুমহীন চোখে,
ঈশ্বরী কিভাবে ক্ষমা করবে,
পুরোনো পাপের আয়ুভার ?
নাট্যশালায় মঞ্চস্থ হতে হতে
সেই নাটকগুলোর বাস্তবায়ন ঘটছে ,
প্রতিটা সংসারের চার দেওয়ালের মাঝে,
চিড় খাওয়া হাড়ের ,প্রতিটা জয়েন্টে ,
পাঁচমিশালী গল্পের রগরগে ইতিহাসটা,
সবাই জেনে ফেলেছে।
অতিথির মত ফিরে ফিরে এসে।।
ক্রমশ কমছে শোনার শক্তি ,
ধৈর্য্যের পরীক্ষা দিতে দিতে -
বিশ্বাসের জল শুকিয়ে গেল ,
মিলিয়ে গেল এক নিমেষেই,
কখন যে মাটি ফাঁক হয়ে গেল,
পাতাল গর্ভে কবর দেওয়া হল
জানতে পারলাম কই ?
আবার হয়ত পাওয়া যাবে ;
প্রাণহীন দেহের শুকনো কঙ্কাল,
সভ্যতার নিদর্শন খুঁজে পাওয়ার আগ্রহে,
ততদিন শুনে যাও সব কথা,একমনে।।