হারানো প্রজন্ম, বায়না ধরে-
কি ছিল তার ত্রুটি?
বিবর্তনের ঝুঁকি নেওয়া কেউ,
পা বাড়ালেই জুটি।।
ইন্ধনে শুধু নেগেটিভিটি,
ফিচারের পাতায় ফসফরাস -
ঢেউ ভেঙে দেয় , নোটিফিকেশন,
আদর জমায়, এক কথার ত্রাস।
শূন্য স্থানে , অভিযান জুড়ে,
বাস্কেটবল থেকে বিকেলের ঘুড়ি-
শৈশব থেকেই দুরন্ত গতি ,
ছক্কা মেরেছ, জমানো নুড়ি।
সময়ের স্রোতে দু-চার কথা,
অযথা বাজানো কলিং বেল-
শীতের ক্ষোভে , গৃহকর্ত্রীর তেজ,
বন্ধ ঘরে, আটকে ফেল।।