যে ছবিতে তুমি নেই , রুদ্র কিভাবে থাকতে পারে?
পাথরকুচি জড়ো হয়ে, স্বপ্ন গুলো ধ্বংস করে।
দীর্ঘ প্রতীক্ষা আসমানি দিনে, জাহাজী হাওয়ায় মনছুঁয়েছে,
পরম বন্ধু অতিমারীতেও , তোমার কথা মনে করিয়েছে।
গলায় তখন দ্বন্ধ জমে, শালিক দেখি একটি করে,
শুভারম্ভের সূচনা হবে , ভাগ্য নির্ধারণ হবে জোড়ে।
কুসংস্কারের জর্দা জমে, স্তরের অতীত ছুঁয়ে যায়,
সুনির্মল কোনো ঠোঁটের গায়ে , লিখে রাখা অনেক দায়।
দারুন মশাল! রোদ মিছিলে, অহেতুক এক ধমক দিলে...
অন্ধকারেও কপাল জোরে, মুখবন্ধে কিছু লিখে ছিলে?
সেদিন থেকেই বাউন্ডুলে, শহর জুড়ে খোঁজার তাগিদ,
বিজ্ঞাপনের পাতায় পাতায়, কেবল খুঁজি তোমার হদিশ।।