যন্ত্র তোমার অঙ্গীকারে লেখা,
টারবাইনে স্বপ্নগুলো ঘোরে
শিল্পে যারা লভ্যাংশ খোঁজে,
ব্যর্থ ইট ও পরিশ্রমের জোরে।
দিনের আলো মুখের উপর পড়ে ,
বিচ্ছিন্নতা রূপক অর্থে লেখা,
ভিন্ন সুরে নিলামের কারসাজি,
দুরন্ত গতিতে সৃজনশীলতা শেখা।
প্রতীক্ষা জুড়ে পরিচিত নামে-
হারিয়ে যাওয়া সজাগ অভিপ্রাণ,
দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেনি কেউ,
ওদের হাসিতে নীরব মৃত্যু গান।
শিউলি বিকেল, হেমন্তের মুখরতা,
কালের কণ্ঠে , দম্ভ চূর্ণ করে,
হঠাৎ যদি হারিয়ে যেতে হয়-
এই পৃথিবীর পাতায় চিরতরে।