দীর্ঘ কোন প্রলাপ ঘোরে ,আত্মপিষ্ট জীবনপথ
মর্মর দিনান্তে ধ্বনিত হবে, রঙিন কোন স্বপ্নরথ।
ভগ্ন মিলন তীর্থে মুক্তি, সোহাগ তীরে নৌকা ডুবি,
সন্ধ্যা কিরণ মূর্তি নদী, সংকেত জুড়ে রঙিন রুবি।
যে আগুন অতি মাত্রায়, নির্ভরশীল হতে জানে,
সেই আগুন ই আভাস দেবে , বিপ্লবে ভাবনা গানে।
নিখোঁজ প্রাচীর গাছের পাতা, গুঁড়ি বৃষ্টি অরুন্ধতী,
আর যা কিছু অভিমুখে, তৃষ্ণা মেটায় চোখের দ্যুতি।।