বিশ্রী এক শোষন মন্ত্রে,
অবরুদ্ধ চারপাশ-
ছন্নছাড়া মেঘের জীবন
উল্কা পড়ে, সর্বনাশ ।
তৃপ্তির গানে উন্মাদ মাদল
শিকার খোঁজে , কুহেলিকা
অন্ধকারে অকাল মৃত্যু-
স্রোতের গায়ে গড্ডালিকা
মুক্তি সুখের সাগরসঙ্গম,
দু-চার ফোঁটা কান্না পায়-
আদর সরিয়ে দ্বন্ধ ঠোঁটে,
শরীর খুঁটে রক্ত খায়।
হোক না দাবী , অনাদরে,
খন্ডযুদ্ধে হার জিত নেই
চোখের নিচে কালো হরিণ,
ধূসর দিনে, একলা সেই।