বাউন্ডুলে

এই তো আছি, এই তো নেই
কোন অছিলায় বাউন্ডুলে,
নীরব চোখে শুকনো ছবি-
একলা কোনো পথ ভুলে।

যান্ত্রিক কোনো ক্ষোভের মাঝে,
বিরল কিছু স্পর্শ করে
অভাগীর চোখে সেই আগুন
দুমড়ে পড়ে, বদ্ধ ঘরে।

সন্ধ্যা নামে, মৃত্যু মিছিল
প্রিয় রঙে আফসোস পর্ব,
হোক না কথা অগোচরে-
নতুন ভোরের আলোয় গর্ব ।।