অনেক তো বিচ্ছেদের কথা হল-
এবার সরে দাঁড়াই বিচ্ছেদ থেকে,
জোড়া গোলাপের কাঁটা ঊহ্য রাখা;
স্বভাবতই প্রশ্ন উঠেছিল নিয়ন আলোয়,
জোর্তিময় তুমি ঘুমিয়ে আছো?
পোড়া নগরীর অবলুপ্তির কাহিনী,
তোমাকে বিজয়ের মাসে মুকুট পড়িয়ে-
ভালোবাসার তকমা লাগিয়ে সরে যাইনি।
মুহুর্তের বেদনা, সুখস্বপ্নের অবাধ বুননে,
শিল্পের বড়াই করতে দ্বিধাবোধ করিনী।
রাতের রাজনীতি ,বদলে গিয়েছে নিরপেক্ষতায়
জন্মলগ্নে , তোমাকে কাছে আটকে রাখার
নীরব প্রচেষ্টা ব্যর্থ হয়নি, ব্যর্থ হতে দিইনি আমরা।
ধ্রুবতারার মাঝে শপথ নেওয়াটা আমাদের মিথ্যে
হয়ে যাইনি, উপলক্ষ্যে খুঁজতে গিয়ে,
আমরা প্রত্যাশার পাহাড়ে সফলতার জন্ম দিয়েছিলাম।
বিচ্ছেদে থেকেও বন্ধনের বারিষ ঝরেছিল বনলতার ঠোঁটে।