বিষাদকথা_

পূর্বালী দে

ভয়ংকর বিষাদ! কাল ঘুমে অনামী মানচিত্র রাখা,
মুহুর্ত কাঁপে, দূরারোগ্য প্লাবন, আর স্বদেশী পাখা।

তিনপুরুষ জেগে! অতীতের কার্নিশে নামকরণ জুড়ে,
ভুর্তকি  লাগে , তারা পড়ে থাকে, আভিজাত্য পোড়ে।


ঈর্ষার ঠোঁট বেয়ে, লাভা পড়ে অনিয়ন্ত্রিত বুকে,
সব চেয়ে বসে থাকে , মিছিল বেরোবে প্রতিদিন রুখে।


ঘ্রান জমি পূব দিকে , আরামের উল বোনে,
সব শেষে পড়ে আছে , আমি থামি ঈশান কোণে।