দুঃস্থ কোনো ঠোঁটে , বেদনার কালো দাগ-
মৌনতার মিছিলে, বিচলিত একটা প্রাণ,
সেই পুরোনো আততায়ী, অনুপ্রবেশের মুখে,
তপ্ত চোরাবালি ,দূর্যোগে সেই,অগ্নি বাণ।
নিষিদ্ধ অভিলাষ, চরিতার্থ করেনি কখনোই,
ভুল ভাঙায় , নিঃসৃত এক ক্ষত-
সভ্যতার সমীরণে , একাকীত্বের পিছুটানে,
হত্যা প্রাচীরে , ঘেরাটোপের দোয়াতে বিক্ষত।
কোন সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা মনে,
ঊষার মুখে, নালিশ টুকু জুড়ে-
অমনিবাসে আবেগ জড়ানো সুখে,
ভাবনার যুগে, অসুখের মুখ পোড়ে।।