ভিড়ে থেকেও , একলার অন্তর্ধান,
তুমি, জোটবদ্ধ সুনিবিড় খুঁজলে...,
অধম স্রোতে, পরিমাপের হাওয়া,
মেলা জুড়ে, বার্তায় আগুন ছুটলে।


যাদের হাতে দলিল রাখা ছিল,
মনের কথায় , জটিলতার সৃষ্টি।
আগামীতে ক্ষমতায় রাখা হাত,
বেলা বাড়িয়ে , নামাক মনে বৃষ্টি।


শরীর কেমন ঝিমঝিম করতে থাকে,
রঙিন কাগজ উড়ে যাবার তাগিদ-
সূক্ষ্ম সুরে বাঁধন খোলা আছে,
আলগা হবার প্রয়াস ছিল আদি।


মত প্রকাশের স্বাধীন খোলা খামে,
রক্তে ভেজে , আভিজাত্যের প্রতীক
ভুল যা ছিল, সংসারের কাজে ,
জানতে হবে সে সব ছিল সঠিক।।