আমিই নারী , আমিই পারি ,
সবলা থেকে রত্নগর্ভা,
যুদ্ধংদেহী মন্ত্র নিয়ে ,
এগিয়ে চলেছি সামনের  দিকে।

আমিই নারী , আমিই পারি ,
সবলা থেকে রত্নগর্ভা,
নিবেদিতার থেকে মাদার টেরিজা,
বেগম রোকেয়াকে আদর্শ মানি।

আমিই নারী , আমিই পারি ,
সবলা থেকে রত্নগর্ভা,
ইতিহাসের পাতায় পাতায়-
লেখা আছে আমাদের গাথা।

আমিই নারী , আমিই পারি ,
সবলা থেকে রত্নগর্ভা,
অত্যাচারীর কালো হাত,
ভাঙতে আমরা রাস্তায় নামি।

আমিই নারী , আমিই পারি ,
সবলা থেকে রত্নগর্ভা,
পরিপূর্ন মাতৃ জঠরে -
সংসার টাকে লালন করি।

আমিই নারী , আমিই পারি ,
সবলা থেকে রত্নগর্ভা,
পুরুষতন্ত্রের বিনাশ ঘটিয়ে ,
সম্মান নিয়ে বাঁচতে জানি।