ঘুমহীন আস্তিকের শরীরী পুরাণে-
  ইতিকথা লিখে রাখে, অজ্ঞাত এক নাম,
ভাবী মুখে, সেই সুখেই, থেমে থাকে চিঠিহীন এক খাম।


  উত্তর মেলেনি, প্রসঙ্গে যাকে রাখোনি,
  তার চমক উদ্ধৃতি  ধরে লেখা...
  বাঁশীর সুরে , তোমায় নিয়ে , হারিয়ে যাওয়া শেখা।


   দূরত্বের শোকে , যারা অবাঞ্চিত রাতদিন,
   অমলিন স্মৃতিভিড়ে , ত্রুটিহীন থাকে যারা,
   ছন্নছাড়া ডাকডিকিটে অংশীদার তারা।।