থামতে বলার বিরাম নেই, অবকাশের প্রাচীরে,
শনাক্তকরণে শক্তি হারিয়ে, ঝড় তুলেছে বাহিরে।
থমকে যাওয়া সজাগ জুড়ে, রঙিন ইতি কথা,
সেই কথাতে মিশিয়ে রাখি, হাজার রকম ব্যথা।
ব্যথার সারি বৃত্তে ভরাট, বুকের মাঝে উতল হাওয়া,
সেই হাওয়াতে উড়িয়ে নিয়ে, দূরত্বদের থমকে যাওয়া।
শহর জুড়ে রোদের মিছিল, বর্ষা মরসুমে, আকাশ কালো
সেই শহরে পাগলী তোমার , ভালোবাসার দীপ জ্বালালো।
সহজ করে ভাবতে শিখি, শিশির ভেজা ভোরের ঘাস,
সেই ঘাসেতেই পা মেলানো, তখন ছিল পৌষ মাস।