শরৎ এলো পুজোর গন্ধ লাগলো চারিপাশ ।
ভাসে সারি মেঘের ভেলা নীল হলো আকাশ।।
পথের ধারে, নদীর পারে দুলছে কাশের বন ।
পুজোর ছুটি আসছে কাছে খুশি শিশুর মন ।।
কত শিশু খেলতে ছোটে সবুজ ভরা মাঠে ।
সোনার মাঝি নৌকা বাঁধে ঐযে নদীর ঘাটে।।
সকাল বেলা শিউলিতলা ফুলে ফুলে ভরে ।
ফুল সুবাসে মুগ্ধ সবাই মন থাকে না ঘরে ।।
বিন্দু বিন্দু শিশির কণা উপর হতে ঝরে ।
সবুজ পাতার গা'টি ঘেঁষে হেলে-দুলে পড়ে ।।
নদী-দিঘি-পুকুরগুলি পদ্ম ফুলে সাজে ‌।
হঠাৎ আবার বৃষ্টি নামে শরৎ ঋতুর মাঝে ।।
মায়ের মূর্তি হচ্ছে তৈরী, ব্যস্ত কুমোর পাড়া ।
শরৎ ঋতুর ছোঁয়া পেয়ে মনটা দিলো নাড়া ।।