সন্তান সনে লয়ে মা এলি তুই ভবে
শরৎ কালেতে তোর অকালবোধন ।
কষ্ট-যাতনা ভুলিয়া হর্ষে মাতে সবে !
অষ্টমী নাহি কাঁটিতে আরম্ভ রোদন,
আর্তনাদ-চেঁচামেচি প্রশ্ন আরো উঠে---
"কে রাখিয়াছে 'কোরান' মূর্তির চরণে?"
দুষ্কৃতি ভাঙ্গিতে মূর্তি ডরে নাহি হঠে
আগুন জ্বলে বিবস্ত্র মন্ডপ আসনে !
মন্দির,দোকান ভাঙ্গে ; ভাঙ্গে বাড়ি-ঘর ,
নির্যাতিত,খুন কত হিন্দু নর-নারী
দুই জাতি যুদ্ধ করে বক্ষে নাহি ডর ।
তীব্র বিক্ষোভ মিছিল হয় সারি সারি
পুড়া ভস্মের,রক্তের ভাসিছে সুবাস...
মাগো তুই কর মর্ত্যে অসুর বিনাশ ।