কেন যেন হৃদয়ের আকাশে মেঘ জমেছে
খুব ভারী হয়ে আছে আকাশটা
মেঘাচ্ছন্ন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে
বুকে বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়।
দুমড়ে মুচড়ে হুহু করে কেঁদে উঠছে মন
দুচোখে বয়ে যাচ্ছে ভারী বর্ষণ।
ইচ্ছে করেও থামাতে পারছি না হৃদয়ের তুলপাড়
এ যেন এক শুন্যতা!হৃদয়ের হাহাকার।

কেন যেন মনটা আজ বার বার সেই অতীতে হারিয়ে যাচ্ছে?
ফিরিয়ে নিয়ে আসছে কিছু বেদনা বিধুর স্মৃতি!
যে স্মৃতিতে আষ্টেপৃষ্ঠে আছে কিছু মিথ্যা মায়া,মিথ্যা অনুভূতি।
সেই স্মৃতিবিজড়িত দিনগুলো ভেসে উঠছে মনের মাঝে
বারবার হারিয়ে যাচ্ছে মন কল্পনার ভাজে।
কত হাসি আনন্দ ছিল জীবনে?
সব যেন হারিয়ে ফেলেছি এক তুমি বিহনে।

কেন যেন মনটা আজও তোমাকেই খোজে বেড়ায়
জীবনের প্রতিটি অধ্যায়ের প্রতিটি পাতায়।
পাওয়া হয়নি কোন লাইনে কোন শব্দে
জানি আর পাবো না কোন কালে কোন অব্দে।
তবুও মিথ্যা স্বপ্ন আর স্মৃতি নিয়ে পথ চলি
হৃদয়ের যত কথা কবিতার সাথে বলি।