আজব শহরে এক অচেনা পথিক
গন্তব্যহীন পথে অবিরত ছুটে চলে
গন্তব্যে খুঁজে পাওয়া হয়নি ঠিক।
তবুও স্বপ্নের মশাল হাতে নিয়ে
স্বপ্নের পথে বিরামহীন হেঁটে চলে
লক্ষের সীমায় যেতেই হবে এগিয়ে।
বুকের ভিতরে অসীম সাহস রেখে
বাস্তবে রূপ দিতেই হবে স্বপ্নটাকে।
বাঁধা আসবে,আসবেই ঝড় তুফান
তবু উড়াতে হবে বিজয়ের নিশান।
থেমে থাকা চলবেনা ছুটতেই হবে
যতদিন দেহের মাঝে নিঃশ্বাস রবে।
এক দিন বাজবেই বিজয়ের গান
সব দুঃখ বেদনার হবে অবসান।