কেন জানি আজ বারে বারে
তোমার কথাই মনে পড়ে।
এই মনের গহীন থেকে গহীনে
শুধু স্মৃতিগুলো আলপনা বুনে।
কতশত মিষ্টি কথার বাহার
হৃদয়ে জমায় কষ্টের পাহাড়।
তোমার মায়া ভর মুখ, মন ভুলানো হাসি
আমি আজও তেমনি ভালবাসি।
তোমার ঐ হরিণী চোখের ইশারায়
কত স্বপ্ন একেঁছিলাম তাঁরায় তাঁরায়।
হঠাৎ আঁধারে মিশে গেল সব তাঁরা
বদলে গেলো তোমার আমার জীবন ধারা।
তুমি আজ দূরে থেকে বহুদূরে
বসতি গড়েছো অন্য শহরে।
তাতে আমার কোন অভিযোগ নাই
শুধু তোমার স্মৃতি চারণে মিছা অশ্রু ঝরাই।
জানি তুমি আর আসবে না ফিরে
তবুও আশায় আশায় স্বপ্ন পুষি অন্তরে।
এ বুকেই থেকো তুমি! করো বসতি
গড়ো নতুন ইতিহাস! গড়ো স্মৃতি।