হে প্রিয়তমা!তুমি একটি হাজার কবিতার বই!
তাই তো কবিতা হয়ে ঝরে যত কথা কই।
তোমার মাঝে সদা হাজারো ছন্দ করে খেলা
তোমারই ভাবনায় মোর কাটে সারা বেলা।
হরিণী চোখের তীক্ষ্ণ চাহনি,গোলাপী ঠোঁটের মিষ্টি হাসি!
আমাকে করছে পাগল!করেছে উদাসী।
তোমার মায়ায় পড়ে,তপ্ত মনে বৃষ্টি ঝরে!
উপসে পড়ে আশার আলো!স্বপ্নের সাগরে।
তোমাকে নিয়েই যত স্বপ্ন,কল্পনা, ভাবনা মোর মনে
আনন্দ সুখে দিন কাটাবো এই সুন্দর ভূবনে।
আমার যত আশা আকাঙ্ক্ষা সব দিবো উজার করে
তুমি শুধু স্বর্গের ভালবাসা দিও হৃদয় ভরে।
যদি কোন মেঘের ছায়া ভর করে তোমার উপরে
চাঁদ হয়ে আলো ছড়াবো জনম জনমের তরে।
তুমি শুধু হাতটি ধরে পাশে থেকো প্রিয়া
আমার স্বপ্নের কবিতা আর মনের ছন্দ হয়ে।
রচনাঃ০৩/০৫/২০২০ ইং।