তুমি পাশে থাকলে ওহে প্রিয়া
শরতের আকাশে মায়াবী জ্যোৎস্না করে খেলা।
নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের বেলা।
কোথাও নেই কালো মেঘের চিহ্ন
প্রকৃতিতে নেমে আসে সুখের হেমন্ত।
মনের ঘরে বিরাজ করে নবান্নের আনন্দ
জীবনে আমার ফিরে আসে নতুন ছন্দ।
তুমি পাশে থাকলে ওহে প্রিয়া
শীতের শীতলে দেহে আসে উষ্ণতা।
মনে প্রাণে আসে সুখের প্রশান্তি
ধরায় যেন ফিরে আসে ঋতুরাজ বাসন্তী।
গাছে গাছে ফুলে ফুলে ছড়ায় সুগন্ধি।
প্রকৃতি যেন ফিরে পায় নতুন প্রাণ
পাখপাখালির কন্ঠে বাজে সুরেলা গান।
তুমি পাশে না থাকলে ওহে প্রিয়া
গ্রীষ্মের উত্তপ্ত খরায় পুড়ে যায় হিয়া।
মনে হয় যেন সবই মরীচিকা,সাহারা মরুভূমি
তাই তো কষ্টের পাহাড় আলিঙ্গন করি আমি।
মনের আকাশে যেন পূর্ণিমার চাদ উঠা বারণ
বর্ষার বর্ষণে কানায় কানায় ভরে যায় নয়ন।অবশেষে ভাবে মন!বুঝি তুমি হীনা জীবন অকারণ।