নাপাক জলে পয়দা হল!
মানব আসিল মাতৃকুলে।
নাপাক থেকে মুক্ত হয়ে
আবার যেতে হবে চলে।
নাপাক থেকে সৃষ্টি হল
কত শুক্রাণু ডিম্ব।
মাতৃকোষে গিয়ে তাহা
হল মাংশপিন্ড।
সেই মাংশপিন্ড হল দেহ
মা ছাড়া বুঝে নি কেহ।
যখন মানব মায়ের উদরে -
কত কষ্ট করছে মা সন্তানের তরে।
সেই মানব যখন ভূমিষ্ঠ হল
পাড়াপড়শি, মাসি,পিসি ছুটে আসিল।
ভালবেসে সবে নিলো কুলে তুলে
আদর যত্নে বড় হল তিলে তিলে।
বড় হয়ে বাছাধন রঙমহলে
পথভ্রষ্ট হয়ে সবি গেল ভুলে।
আলোর পথ ফেলে
গোল্লায় গেল চলে।
বেলা শেষে হিসাব কষে
ভাবে বসে বসে।
পাক হতে পারে নি সে
আজো নাপাক রয়ে গেছে।
পাক হওয়ার ইচ্ছা নিয়ে
ছুটে চলে গঙ্গাজলে।
দেহ শক্তি হারিয়ে গেছে
চলিতে চরণ নাহি চলে।
বেলা থাকিতে তাই হেঁটে চলো
ওহে ভুলা মন।
ভুলে ভুলে বেলা গেলে
জন্ম হবে অকারণ।