জীবনের যত পিছুটান, মান অভিমান
ঝেড়ে ফেলে মন গাও মুক্তির জয়গান।
তুমি আজ চির মুক্ত বনের পাখির মত
উড়ে যেতে পারো নিজের ইচ্ছায় অবিরত।
উড়তে উড়তে উঠতে পারো অনেক উপরে
যেতে পারো তুমি নীল আসমান ভেদ করে।
তুমি আজ ভুলে গিয়ে মনের যত কষ্ট যত পেরেশান
মনের সুখে সুরেলা কন্ঠে তুলিতে পারো নতুনের গান।
দুরন্তর পথে হারিয়ে যেতে আজ নেই মানা
যদি মন খোঁজে পাও অনাবিল সুখের ঠিকানা।
যদি সুখ খোঁজে নাহি পাও কষ্টকে জড়াও
তবুও তুমি চির মুক্ত দূর আকাশে উড়ে যাও।
মুক্ত মনে,আপন প্রাণে ছুটে চলো নিজের মত করে
এই পরাধীনতার শিকল ছিন্ন করে বিশ্বের তরে।
আর কত কাল এই মিথ্যা মোহ মায়ার জালে
বন্ধি হয়ে থাকবে তুমি পরাধীনতার শিকলে।
এখন সময় জীবনের যত পিছুটান,মান অভিমান
ঝেড়ে ফেলে মন তুমি গাও মুক্তির জয়গান