কিছু কিছু সময় মন হারিয়ে যায়!
অজানা এক মেঘলা আকাশের দেশে।
কোথাও গিয়ে সুখ খুঁজিয়া নাহি পায়!
কষ্টের সাগরে মন চলে ভেসে ভেসে।
কারণে অকারণে ভাবনা চিন্তাগুলো
কেমন করে ভীর জমায় মোর বুকে।
কেন যেন বুঝতে পারি না সেইগুলো
তাইতো মোর জীবন চলে বড় দুখে।
স্বপ্ন ছিল সুখি হবো মেঘলার শেষে
বেলা গড়িয় মেঘলা গেল আরো ছেঁয়ে।
কষ্টরা ভীড় করেছে মনের আকাশে
আমার যত আনন্দ হাসি কেড়ে নিয়ে।
আজও তাই আমি সুখ খুজে বেড়াই
কিন্তু কোথাও সুখের দেখা নাহি পাই।
অন্তমিল [ABAB+CDCD+EFEF+GG]