প্রার্থী হওয়াটাই একটি যোগ্যতা!
যোগ্যতা ছাড়া কেউ প্রার্থী হয় না!
যারা প্রার্থী হয় তারা নিঃসন্দেহ যোগ্য।
হয়তো কেউ টাকার অঙ্কে!হয়তো জনপ্রিয়তায়!
হয়তো কেউ ক্ষমতার দাপটে!কেউ বা ভ্রাতা হিসাবে!
হয়তো কেউ তেলবাজ আর চামচামিতে।
যোগ্য যে এতে কোন সন্দেহ করার সুযোগ নাই!
নিজেকে যোগ্য মনে করে বলেই প্রার্থী হয়।
যোগ্য না হলে তো তাকে নিয়ে ট্রল করা হত!
ট্রল করা যেহেতু হয়নি তাহলে অবশ্যই যোগ্য।
তবে কথা হচ্ছে আমরা যারা আম জনতা তারা কি চাই?
সমাজের উন্নয়ন,সুখ,শান্তি আর নিরাপত্তা!
একজন সৎ,আদর্শ নির্ভেজাল প্রতিনিধি।
কিন্তু বাস্তবে কি সে আশার প্রতিফলন ঘটে?
কেমন করে সে আশার প্রতিফলন ঘটবে বলুন?
নির্বাচন তো ব্যক্তিত্ব হিসাবে পরিমাপ করা হয় না!
পরিমাপ করা হয় ক্ষমতা আর টাকার অঙ্কে।
আজকালের নির্বাচন মানেই কোটি টাকার বাণিজ্য!
আপনি নিজেও একটি নোট পেলে সব যাবেন ভুলে।
তখন যোগ্যতা আর উন্নয়নের কথা মনে রাখবেন না।
একজন প্রার্থীর যোগ্যতা প্রমাণ করার জন্য
জনপ্রিয়তা,সততা,দক্ষতা,ন্যায়,নিষ্ঠা লাগে না।
যেটা লাগে সেটা হল কোটি টাকার অর্থের যোগান।
এই অশুভ প্রতিযোগিতায় টিকে থাকতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কত যোগ্য ব্যক্তিত্ব ভাবছি কখনো?
আবার আমরাই চাই দেশের উন্নয়ন,
মিলাই চাওয়া পাওয়ার সমীকরণ।
কোটি টাকা খরচ করে যে নির্বাচিত হয়
তাকে দিয়ে কি উন্নয়নের আশা করা যায়?
সে তো নিজের উন্নয়ন নিয়েই সদা ব্যস্ত!
দেশের উন্নয়ন,সমাজের কল্যাণ করবে কখন?