আগ্রহ গুলো কমে যাইনি!দমে গেছে!
আগের মতই এখনো তোমার ছবি হৃদয়ে ভাসে।
ঠিক আগের মতই জানার কৌতুহল জাগে!
খুব ভোরে কি করছো তুমি ঘুম থেকে জেগে?
এখনো কি ঘুম ভেঙে গেলে আমার কথা ভাবো?
বিছানায় শুয়ে ফোনটি নিয়ে আমার ছবি দেখো!
ছবি দেখে কি মিষ্টি হেসে কল্পনায় ভাসো?
আমার জীবন জুড়ে স্বপ্নের চিত্র আকোঁ।
এখনো কি প্রতি কাজের ফাঁকে আমায় মনে করো?
আমার লেখা কথা মালা চুপি চুপি পড়ো!
কথা বলার জন্য কি ব্যকুল হয় প্রাণ?
কথা না হলে মনে আসে ভীষণ মান অভিমান।
এখনো কি আমার কথা ভেবে নীল শাড়ী,নীল চুড়ি পড়ে?
যেতে চাও তুমি কাশবনে,ঐ শাপলা বিলের ধারে!
আজো কি আষাড়ে বৃষ্টিতে ভিজার সাধ জাগে মনে?
দুজনে মিষ্টি ভালবেসে ঐ স্বপ্নের কদম্ববনে।
জানি মনে হয় না তবুও বড্ড জানতে ইচ্ছে হয়!
এই হৃদয় যে প্রতি ক্ষণে তোমার কথায় কয়।
কেমন আছো?কি করো?কত শত প্রশ্ন মনে!
জমিয়ে দমিয়ে রেখেছি হৃদয়ের মধ্যখানে।
বুকের মাঝে এ যেন এক সীমাহীন কষ্টের পাহাড়
উত্তপ্ত আগ্নেয়গিরির জলন্ত অগ্নির সমাহার।
শত কষ্টের চাপে দুচোখে ঝরে সাত সাগরের পানি।
তুমি অনেক বদলে গেছো!কিন্তু আমি বদলায়নি!