হতাশার আগুনে দগ্ধ জীবন
বেকারত্ব জীবনে স্বপ্ন দেখা বারণ।
দুচোখ ভরা যত স্বপ্ন,আশা,ভরসা
বেলা শেষে সবই যেন হতাশা।
নিয়তি যেন খেলছে নিঠুর খেলা
সুখের ঘরে দিয়েছে অগ্নি তালা।
বুঝি সুখ পাখি ধরা দিবে না আর
মনের গহীনে স্বপ্ন জ্বলেপুড়ে ছারখার।
তবুও স্বপ্ন দেখে যায় এই পুড়া মন
এ যেন বেঁচে থাকার মিথ্যা অবলম্বন।