এই গ্রীষ্মের রৌদ্রময় দিনে
মধুময় জৈষ্ঠ মাসে
তুমি নেই পাশে
বড় শুন্যতা মোর মনে।
এই গ্রীষ্মের রৌদ্রময় দিনে
আম গাছের নিচে বসে
পাকা আমের মিষ্টি রস চুষে
মন মাতাতাম এক সনে।
এই গ্রীষ্মের রৌদ্রময় দিনে
কাঠালের মিষ্টি কোষে
মৌ মৌ গন্ধ ভাসে
বলো কে খাবে তুমি বীনে।
এই গ্রীষ্মের রৌদ্রময় দিনে
লিচুগুলো ঝুলছে গাছে
বুঝি সব গুলো পেকে গেছে
কিন্তু তুমি নেই এই ক্ষণে।
এই গ্রীষ্মের রৌদ্রময় দিনে
কত তরমুজ হাটে আসে
কিনা হয়নি বেলা শেষে
তুমি নেই বলে কষ্ট মোর প্রাণে।
এই গ্রীষ্মের রৌদ্রময় দিনে
বটবৃক্ষের ছায়াই এসে
শীতল করিতাম তনু দক্ষিণা বাতাসে
ইচ্ছে ছিল পাশাপাশি বসে দুজনে।
এই গ্রীষ্মের রৌদ্রময় দিনে
তুমি যেন হারিয়ে গেছো কোন দেশে
কিন্তু আমি স্বপ্ন বুনি মিছে
যদি ফিরে আসো হৃদয়ের টানে।