জীবনের লক্ষের সীমা অনেক দূরে!
তাই নিয়তির কাছে যাচ্ছি হেরে আমি।
এই দুর্গম চলন্ত পথে বারে বারে!
সাহস দাও!শক্তি দাও হে স্রষ্টা তুমি।
কণ্টকাকীর্ণ পিচ্ছল বাঁকা পন্থ ধরে
জীবন যুদ্ধে কঠিন প্রতিযোগিতায়
যত যাই এগিয়ে তত দূরত্ব বাড়ে।
তাইতো ভোগী বারংবার হতাশায়।
যত শক্তি,বল ছিল দেহ,মনেপ্রাণে
ছুটে চলেছি জীবনের প্রতিটি ক্ষণে।
আজকে ক্লান্ত লগ্নে ভাবছি অবশেষে
মনে যত স্বপ্ন ছিল সবি যেন মিছে।
তবুও স্বপ্ন দেখি গন্তব্য যাওয়ার
জীবনের যুদ্ধে মানিতে চাহি না হার।
অন্তমিল [কগ+ খগ+ঙছ+চজ]+[কখ+গঘ+ঙচ]