স্বাধীনতার এতো বছর পরে এসেও
প্রতিনিয়ত আজও স্বাধীনতার খুজি!
স্বাধীনতা তুমি কি?
তুমি কি এখনও হাহাকার করা,
গরীব কৃষকের আর্তনাদের ছবি?
স্বাধীনতা তুমি কি?
বন্যায় ভেসে চলা হাজার মানুষের
অবিরত ক্রন্দন অার দুঃখের চোরাবালি?
স্বাধীনতা তুমি কি?
গৃহহারা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ,
অার অাশাহীন সোনার তরী?
স্বাধীনতা তুমি কি?
পিতা-মাতা ছাড়া এতিম  শিশুর
টুকাই বনে যাওয়া কষ্ট অমলিন?
স্বাধীনতা তুমি কি?
সন্তানহারা বাবা মার দুঃখের অন্তনীল,
বেদনার চরম সীমারেখা না ভুলা অতীত?
স্বাধীনতা তুমি কি?
দশ মাস দশ দিন গর্ভধারিণী মায়ের
বৃদ্ধাশ্রমে বসে,নিয়মিত ঝরা চোখের পানি?
স্বাধীনতা তুমি কি?
অন্ধকার ঘরে একটি কোণে বসে,
নির্যাতিত নারীর নিরব অার্তনাদের প্রতিচ্ছবি?
স্বাধীনতা তুমি কি?
লক্ষ বেকারের না পাওয়া কর্ম,
দুঃখ অার কষ্ট,হায় হুতাস করা দিন?
স্বাধীনতা তুমি কি?
এতো কিছুর ভিড়ে অাজও অাক্ষেপ থেকে যায়!
অবশেষে এসে মোরা পেলাম কি?