কষ্ট সে তো জীবনের এক নির্মম সত্য
জীবনের প্রতিটি রন্ধে রন্ধে!
প্রবাহিত কষ্টের স্রোত ধারা,
যেন সে গ্রাস করিবে জীবনকে।
অামি যতো জোরে ছুটে চলি
কষ্ট হতে দূর থেকে বহু দূরে,
সে তো মোর পথ ছাড়ে না
ছায়া সঙ্গী হয়ে থাকে জীবন জুড়ে।
অামি ক্লান্ত থেকে ক্লান্ত হয়ে পড়ি!
যে দিকে তাকাই শুধু অন্ধকার দেখি"
মনের গহিনে কে যেন ডাক দেয় বারবার
ইচ্ছে ছিল না সাড়া দিবার,
তবু মনের অজান্তেই চেয়ে দেখি
সেই কষ্ট অামার সঙ্গী।
তাই অার পাই না ভয় কষ্ট দেখে
সাথী করেছি কষ্ট হৃদয় মাঝে,
চলার পথে নই অামি অাজ একা
অামি অার কষ্টের পাশাপাশি চলা।