বিরহ বেদনার দিবানিশি ক্রন্দন
দিনে দিনে শুধু কুঁড়ে খাচ্ছে সর্বোচ্চ,
অামায় টেনে নিয়ে যাচ্ছে অতল গহ্বরে
অন্ধকারের প্রভল কালো রেখা গুলো:
অামার ভেতরের অালো গুলোকে-
নিজের করে নিয়ে,অাপন সাথী হয়ে
সবকিছু অাজ কালোতে ছেয়ে গেছে।
জীবনের যতো অাশা ভরসা ছিল
সবি ম্লান হয়ে হারিয়ে গেছে,
অাধারের ঘরে সুপ্ত অভিলাষে।
পরান জুড়ে প্রতিনিয়ত এক বিষম ব্যথা
যা থেকে থেকে কাঁদায় মোরে;
অার দিয়ে যায়,বৈশাখীর ধমকা হাওয়া
সে হাওয়ায় মনের খুঁটি গুলো:
ভয়ে থরথর করে কাঁপে।
জানি না কখন ভেঙে যাবে
জীবনের শেষ অাশাটুকু তোমার তরে
সব হারিয়ে নিঃস্ব হয়ে তবু অপেক্ষাতে অাছি
যদি জ্বলে উঠে অাশার প্রদীপ খানি।
জীবনের টানে মনের অাশা
এই নিয়ে তো জীবন চলা,
চৈত্র মাসের খড়া উত্তাপে
মাটির বুক যেমন করে,
ফেটে হয়ে যায় চৌচির
অাজ তেমনি অামার ভেতর বাহির
ফেটে একাকার অার চৌচির।
বিরহের একি করুণ মায়া খেলা
কষ্টের অাভরণ অামায় ঘিরে,
চলেছে জীবন জীবনের বাকে
দুঃখ থাকে সদা মোর সঙ্গী হয়ে।