দয়ার সাগর মা জননী
অভিশাপ তো দেন না,
দোয়া করে,খোকার জন্য
খোকার খারাপ চান না।
মনে মায়ের গভীর কষ্ট
বাহিরে যায় না বুঝা;
কি মাটিতে গড়া মা
হয় না মায়ের তুলনা।
কষ্ট করে জন্ম দিয়ে
অধিক যত্নে লালন করে,
সর্বক্ষণি দোয়া করে
জনম দুঃখী মা খোকারে।
বিয়ের অাগে মা বড়
মায়ের তুলনা হয় না,
সংসারেতে বউ এলে
মায়ের প্রয়োজন হয় না।
ভাবে নাতো কেউ ভবে
মা যদি না থাকতো,
খোকার জন্ম এই পৃথিবীতে
কোন কালে না হতো।

                  (অসমাপ্ত)