এতো কষ্ট যতন করি
করিলাম যারে বড়,
পরাণ মাঝে তুষের অাগুন
সে যে জ্বালিয়ে দিল।
মাটিতে রাখিনাই পিঁপড়ার ভয়ে
মাথায় রাখিনাই উকুনে খাবে,
খোকারে রেখেছি বুকের মাঝে
যেন কষ্টে না পায় তারে।
অাজ খোকা বড় হয়েছে
বড় চাকরি করছে,
বউ পেয়েছে মনের মতো
অামারে কি অার লাগছে।
অামি এক ভাঙ্গা কুলা
প্রয়োজন নেয় যে,
সুখের জন্য যাচ্ছে খোকা
নিজের মাকে ছেড়ে।
বলছে মা যারে খোকা
ভাল থাকিস তুই,
অামি নেই তাতে কি
দোয়া থাকবে সর্বক্ষণ।
(অসমাপ্তি)