ঝহড়া করছে বধূ খোকার
মায়ের ও সাথে,
থেমে গেল সব কোলাহল
কষ্ট যে বুকে।
বধূ এলো অল্প সময়
সংসার এর বাটে,
সুখ যেন উড়ে গেল
বধূ অাসার সাথে।
কদিন অাগে থাকতো খোকা
মায়ের অাদর মেখে,
এখন খোকার সময় যায়
বধূর অাঁচল নীড়ে।
সময় যতোই যায় চলে
ঝগড়া অার বাড়ে,
সংসারে একি হল
খোকা মনে মনে ভাবে।
কি করবে সে ন জানে
ভেবে পায় না কুল,
মনের ভেতর তুষের অনল
করে খোকারে খুন।
(অসমাপ্ত)