হে,"মোর জননী মা"
দয়ার সাগরের মহিমা,
জন্ম দিয়েছ ধন্য করেছ
তোমার গর্ভে রাখিয়া।
দশ মাস দশ দিন
গর্ভে করিয়া লালন,
মহা কষ্ট সহ্য করে
দেখালে অামায় ভুবন।
মুখটি অামার দেখে তুমি
কষ্ট গেলে সব ভুলে;
গভীর মমতায়,নিলে অামায়
তোমার বুকে তুলে।
শুরু তোমার কষ্টের জীবন
অামায় জন্ম দিয়ে,
ভাবছ তুমি মনে মনে
খোকা অনেক বড় হবে।
যতই দুষ্ট হইনা অামি
তুমি বলছ লক্ষি,
কাছে ডেকে অাদর করে
সোহাগে রাখ মাখি।
(অসমাপ্ত)