জীবনের মানে কি খুঁজিনি কোন দিন
চলে গেল বেলা সময়ের অধীন,
অাজি এই ক্ষণে,ভাবিয়া যাতনা
কি পেলাম জীবনে তোমায় ভালবাসিয়া।
মনেরি ঘরে,মনের কোণে,থাকি একেলা
ভাবিয়া পাই না কুল হই দিশেহারা!
রং বেরঙ্গের রঙিন ঘুড়ি;
যা উড়িত মনের অাকাশ জুড়ি-
হয়ে অাজ পাগলা,ছিড়িয়া সুতা
কার অাকাশে অাজ জমাল পাড়ি,
করিল অামায় নিংস্ব হয়ে সর্বনাশী।
দিয়ে তুমি একটু সুখের অালিঙ্গন মোরে
কেড়ে নিলে সর্বোচ্চ মিষ্টি হেসে!
তাই অাজ বড় ভয় হয়,অালো দেখে
যদি অাবার ঝলছে যাই তোমার তরে,
বুক পেতে দিয়েছি,অাধারের কাছে
অামি অার অাধার সাথী একক ধারার।
অাজ অামায় দেখে গৌধূলী বেলা
উপহাস করে মুচকি হাসিয়া:
চলেছি অামি দূর্বার গতিতে,
প্রকৃতির প্রতিটি ধারা পেছনে ফেলে
মনে করেছিলাম তোমার ভালবাসা পেয়ে
হারিয়ে দিব সকল পাহাড় পর্বতকে।
অামি হেরে গেছি হয়েছি ক্লান্ত
বলিবার নাই কোন ভাষা,
প্রিয়তমা মোর করিল রঙ্গলীলা
খেলিল ছলনার মায়া খেলা।
অামায় দেখে অামার প্রিয় পূর্ণিমার অালো
বিষণ্ণ মনে হয়ে অামার সাথী,
তোমার বিহনে যাতনায় পিষ্ট হয়ে
দিবানিশি ক্রন্দন করে সঙ্গী অামারি।