অাজি এই প্রভাত ক্ষণে
ঢোল বাজে ওই নদীর ঘাটে,
হচ্ছে কথা অনেক ছটা
যায় যে শোনা শব্দ জোড়া;
সবার মাঝে রঙ্গের খেলা
অানন্দে তাই সব অাত্নহারা!
চলছে সবে দল সাজিয়ে
ব্যাঙের বিয়ে নদীর ঘাটে।
সং সেজেছে পিঁপড়ে মশাই
মশার গায়ে রঙ্গের ধুলাই,
ভন ভনিয়ে চলছে মাছি
উইপোকা কয় অামি অাছি।
মৌমাছি ওই যায় উড়ে
মধুর হাড়ি সঙ্গে নিয়ে,
টুনটুনি তাই বলছে ওরে
সঙ্গে নিব অার কাহারে।
দলে দলে চলছে সবে
অাপন খুশি নিজের মনে,
হবে মজা রঙ্গের মেলা
নাচছে সবে সঙ্গী হয়ে।
বইছে সেথা সং এর মেলা
নাই ভেদাভেদ অাজি বেলা,
সবায় খুশি একই সাথে
ব্যাঙের বিয়ে নদীর ঘাটে।