ঘর থেকে ওই যায় শোনা
দাদুর চিৎকার শব্দ জোড়া,
চশমা তাহার নেইতো পাছে
হায় সেরেছে এখন তবে;
কারো রক্ষে নেইতো সবে
দাদুর চশমা সবায় খুঁজে।
খাটের তলা টেবিল নিচে
অালনার পাশে বেড়ার দাড়ে,
চেয়ার সরিয়ে পর্দার অাড়ালে,
দরজার কোণে বইয়ের ফাঁকে
সবি খুঁজা হল শেষে।
চশমার দেখা নাইতো মিলে
কি হবে সবায় ভাবে!
রক্ষা নাই এবার তবে
চশমা কোথায় কিসের তলে।
চশমা খুঁজে ক্লান্ত সবে
দাদুর চিৎকার অার জোরে,
কি ভাবে উপায় কেমন করে
কোথায় পাব চশমা খুঁজে।
হঠাৎ একি ছোট নাতী
তাই ধিন ধিন উঠে নাচি!
অবাক সবে রয় তাকিয়ে
কি হল সবায় বলে?
দাদুর চশমা ঐ দেখা যায়
বসে অাছে দাদুর নাকের ডগায়,
সকল তবে হাফ ছেড়ে
রক্ষা হল এবার তবে।